কম্পিউটার বাংলা টাইপিং সিট

কম্পিউটার বাংলা টাইপিং সিট

খুব সহজে অল্প কয়েক দিনেই নিয়মিত বাংলা টাইপিং অনুশীলনের মাধ্যমে বাংলা টাইপিংয়ের দারুন দক্ষতা অর্জন করতে পারবেন ৷ তবে এর জন্য কিছু কৌশল মেনে চলতে হবে যেমন প্রথমেই ইংলিশ টাইপিং আয়ত্ত করতে হবে। 

টাইপিং এর সময় সোজা হয়ে বসা, টাইপ করার জন্য হাতের পজিশন, হাতের আঙুলের দিকে না দেখে মনিটরের দিকে তাকানো।

শুধু নিজের উপর আত্ম বিশ্বাস রাখতে হবে, বর্তমান কম্পিউটার নির্ভর  প্রযুক্তির যুগে কম্পিউটার জানাটা খুবই জরুরী ৷ 

বিজয় বাংলা টাইপিং শেখার নিয়ম 

অফিশিয়াল কাজ থেকে শুরু করে নিত্যদিন বিভিন্ন ক্ষেত্রে বাংলা টাইপিং এর প্রচলন চলছে আর বিজয় কিবোর্ডে বাংলা ফ্রন্ট গুলো খুব সুন্দর করে সাজানো থাকে যা- আপনার অফিশিয়াল কাজ, ম্যাসেজ, ব্লগিং ইত্যাদি কাজ খুব সহজেই করতে পারেন এর মাধ্যমে ।

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং 

আপনি যদি বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং শিখতে চান তাহলে আপনাকে কম্পিউটারের মাইক্রোসফ্ট ওয়ার্ড ডকুমেন্ট খুলে আপনাকে প্রথমে বাংলা ফ্রন্ট সিলেক্ট করে নিতে হবে ৷ 

তার পর CTRL+ALT+B বাটন একসাথে চেপে কিবোর্ডটি কে বাংলা করে নিতে হবে ৷ এমনকি CTRL+ALT+V বাটন চেপেও বাংলা ফ্রন্ট সিলেক্ট করতে পারেন ৷ 

বাংলা বর্ণমালায় মোট ৫১ টি  বর্ণ রয়েছে তার মধ্যে ১১টি স্বরবর্ণ এবং ৪০টি ব্যঞ্জনবর্ণ রয়েছে।

         স্বরবর্ণ 

অ= Shift+F
আ = G+F
অ= Shift+F
অ= Shift+F
অ= Shift+F
ই = G+D
ঈ = G+shift+D
উ = +S
ঊ = G+shift+S
ঋ = G+A
এ = G+C
ঐ = G+shift+C
ও = X
ঔ = G+Shift+X

ব্যঞ্জনবর্ণ ৪০ টি

ক = J
খ = Shift+J
গ = O
ঘ = Shift+O
ঙ = Q
চ = Y
ছ = Shift+Y
জ = U
ঝ = Shift+U
ঞ = Shift+I
ট = T
ঠ = Shift+T
ড = E
ঢ = Shift+E
ঞ = Shift+I
ট = T
ঠ = Shift+T
ড = E
ঢ = Shift+E
ণ = Shift+B
ত = K
থ = Shift+K
দ = L
ধ = Shift+L
ন = B
প = R
ফ = Shift+R
ব = H
ভ = Shift+H
ম = M
য = W
র = V
ল = Shift+V
শ = Shift+M
ষ = Shift+N
স = N
হ= I
ড় = P
ঢ় = Shift+P
য় = Shift+W
ৎ = Bottom
ং = Shift+Q
ঃ = Bottom
ঁ Shift+ Up 7 Bottom


কম্পিউটার বাংলা টাইপিং সিট


বাংলা সংযুক্ত বর্ণ টাইপিং

ক্র = J+Z
ক্ত = J+G+K
ষ্ণ = Shift+N+G+shift+B
ব্দ = H+G+L
ন্ত = B+G+K
ঙ্খ = N+G+shift+J
ষ্ঠ = Shift+N+G+shift+T
স্থ = N+G+ shift+K
ল্প= Shift+V+G+R
ঞ্চ = Shift+I+G+Y
ক্ষ = J+G+ shift+N
জ্ঞ = U+G+shift+I
ত্র= K+Z
ত্ত = K+G+K
স্ব = N+G+H
স্ত্র = N+G+K+ Z
ঞ্জ = Shift+I+G+U
দ্ধ = L+G+shift+L
রূ = V+ shift+S
ঙ্গ = Q+G+O
ক্ষ্ণ = J+G+shift+N+G+B
স্ক = N+G+J
ক্স = J+G+N
ঙ্ক = Q+G+J
গ্ধ = O+G+shift+L
ঞ্ছ = Shift+I+G+shift+Y

ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
6 Comments
  • md.Shahed Babu
    md.Shahed Babu ২৪ জুলাই, ২০২২ এ ১০:১২ PM

    Nice

  • নামহীন
    নামহীন ৭ অক্টোবর, ২০২২ এ ১২:১৫ AM

    Helpful post

  • নামহীন
    নামহীন ২৬ অক্টোবর, ২০২২ এ ১২:৩০ PM

    সুন্দর হয়েছে

    • নামহীন
      নামহীন ১ এপ্রিল, ২০২৩ এ ১:০০ PM

      খুব ভালো

  • নামহীন
    নামহীন ২২ মে, ২০২৩ এ ১০:০৭ PM

    tnq

    • Md. Saiful islam
      Md. Saiful islam ২৩ মে, ২০২৩ এ ১:০৬ PM

      ধন্যবাদ

Add Comment
comment url