জমি বন্ধক চুক্তি পত্র
জমি ঘরোয়া বন্ধক রাখার চুক্তিনামা এটি অফিশিয়াল বা রেজিস্ট্রিকৃত কোন প্রমাণ নয়, বরং ঘরোয়া ভাবেই ব্যবহারের উপযোগী ।
কিভাবে আইনানুগ পদ্ধতি অনুসরণ করে একটি ঘরোয়া জমি বন্ধক চুক্তিনামা লিখবেন সেটা নিয়ে আলোচনা করা হলো এবং একটি নমুনা দেওয়া হলো। আপনি প্রয়োজনে এটিকে নিজের তথ্য অনুযায়ী সম্পাদনা করতে পারেন:
ঘরোয়া বন্ধক চুক্তিনামা
এই চুক্তিনামা সম্পাদিত হইল আজ তারিখঃ [----------], রোজ [------], নিম্নলিখিত দুই পক্ষের মধ্যে:
১ম পক্ষ (বন্ধক গ্রহীতা): [যার কাছে বন্ধক দিচ্ছেন তার নাম]
২য় পক্ষ (বন্ধক দাতা ): [যিনি বন্ধক রাখছেন তার নাম]
বন্ধকী চুক্তির শর্তাবলীঃ
১। ১ম পক্ষ ২য় পক্ষকে নগদ টাকা [পরিমাণ, যেমনঃ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা] ধার হিসাবে প্রদান করিলেন।
২। এই অর্থের বিপরীতে ২য় পক্ষ তাহার মালিকানাধীন জমি, ১ম পক্ষের নিকট বন্ধক রাখিলেন, যাহার বিবরণ নিম্নে দেওয়া হইল, জমির বিবরণঃ
৩। চুক্তি অনুযায়ী ২য় পক্ষ উক্ত জমি বন্ধক রাখিয়া টাকা গ্রহণ করিলেও, মালিকানার পরিবর্তন হইবে না।
৪। ২য় পক্ষ নির্ধারিত সময়সীমা [যেমনঃ ১ (এক) বছর] এর মধ্যে ১ম পক্ষকে মূল টাকা [টাকার পরিমাণ] পরিশোধ করিয়া জমি ফিরাইয়া লইবে।
৫। চুক্তিকৃত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে ১ম পক্ষ উক্ত জমির দখল অব্যাহত রাখিতে পারিবে যতক্ষণ না পাওনা পরিশোধ হয়।
৬। এই চুক্তি দুই পক্ষের সম্মতিতেই করা হইয়াছে এবং ভবিষ্যতে কোনো প্রকার বিরোধ সৃষ্টি হইলে স্থানীয় সালিশ বা আইনগত পন্থায় বিষয় নিষ্পত্তি করা হইবে।
স্বাক্ষরসমূহঃ
সাক্ষীগণঃ
এইভাবে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি আইনগত পন্থায় ঘরোয়া বন্ধক নামা চুক্তি লিখতে পারেন ।
আর যদি বুঝতে অসুবিধা হয় নিচের ভিডিও টি দেখে নিতে পারেন এখানে একটি পরিপূর্ণ বন্ধক নামা তুলে ধরা হয়েছে আশা করি আপনার উপকারে আসবে ।