জমির খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম
হিস্যা শব্দের অর্থ হলো অংশ, শেয়ার বা ভাগ ৷
অধিকাংশ সহজ সরল মানুষ এই হিস্যা সম্পর্কে ধারণা রাখতে পারে না ৷ আজ আমরা খুব সহজেই জমির হিস্যা বা অংশ বের করা শিখবো
জমির খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম
একটি খতিয়ানে মোট হিস্যার পরিমাণ হলো ১০০০ ৷
যেমন ধরুন একটি খতিয়ান বা পর্চায় মোট জমির পরিমাণ ৫০ শতাংশ
ব্যক্তির নাম (ক) এর হিস্যা .২৫০
ব্যক্তির নাম (খ) এর হিস্যা .২৫০
ব্যক্তির নাম (গ) এর হিস্যা .২৫০
ব্যক্তির নাম (ঘ) এর হিস্যা .২৫০
এখন (ক) ব্যক্তি ৫০×.২৫০= ১২.৫ শতাংশ জমি (অর্থাৎ সাড়ে বার শতাংশ জমি পাবে) একইভাবে (খ,গ,ঘ) ব্যক্তি ক, ব্যক্তির সমান জমি পাবে ৷
এবার ৫০ শতাংশ জমির ভিন্ন ভিন্ন হিস্যায় অংশ বের করব-
যদি (ক) ব্যক্তি .৩৩৩ হিস্যা, (খ) ব্যক্তি .২৫০ হিস্যা, (গ) ব্যক্তি .১৭৫ হিস্যা, (ঘ) ব্যক্তি .১২৫ হিস্যা এবং (ঙ) ব্যক্তি .১১৭ হিস্যা হয় তাহলে
(ক) ব্যক্তি ৫০×.৩৩৩= ১৬.৬৫ শতাংশ জমি পাবে
(খ) ব্যক্তি ৫০×.২৫০= ১২.৫০ শতাংশ জমি পাবে
(গ) ব্যক্তি ৫০×.১৭৫= ০৮.৭৫ শতাংশ জমি পাবে
(ঘ) ব্যক্তি ৫০×.১২৫= ০৬.২৫ শতাংশ জমি পাবে
(ঙ) ব্যক্তি ৫০×.১১৭= ০৫.৮৫ শতাংশ জমি পাবে৷ মোট ৫০ শতাংশ জমির অংশ বের করা হলো ৷
অতঃপর ধরুন- (ক) ব্যক্তি ১৬.৬৫ শতাংশ পাওয়ার পর তার মৃত্যু হইলে উদাহরণ স্বরুপ ১স্ত্রী, ৩পুত্র ও ২কন্যা ওয়ারিশ থাকে তাহলে প্রথমে স্ত্রী পাবে .১২৫ হিস্যায় ০২.০৮ শতাংশ জমি
এবং অবশিষ্ঠ .৮৭৫ হিস্যা পুত্র ও কন্যার মাঝে ভাগ করতে হবে তাহলে ০৩ পুত্র প্রত্যেকে .২১৯ হিস্যায় ০৩.৬৫ শতাংশ
এবং ০২ কন্যা প্রত্যেকে .১০৯ হিস্যায় ০১.৮১ শতাংশ জমি পাবে ৷
(বিঃদ্র- হিস্যায় কিছু পয়েন্ট কম বেশি হতে পারে)