নামের সংশোধনী প্রত্যয়ন পত্র

বর্তমানে আমাদের প্রায় প্রত্যেকটা কাজে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে । কিন্তু দেখা যায় ইতি পূর্বে ঢালাওভাবে হাতের লেখার জম্ন নিবন্ধনগুলি হয়তো নামের ভুল বা জন্ম তারিখ ও জম্ন সালের ভুল রয়েছে।  

আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে আসছি যে, কারো কারো জন্ম নিবন্ধনে  এক রকম নাম আবার জাতীয় পরিচয় পত্রে আরেক নাম 

বর্তমানে এসব জন্ম নিবন্ধন গুলি অনলাইন ভিত্তিক করায় পড়তে হয় নানান ঝামেলায় । এখন নাম সংশোধন করার জন্য নামের সংশোধনী প্রত্যয়ন প্রয়োজন - 

নামের  সংশোধনী প্রত্যয়ন পত্র

নামের  সংশোধনী প্রত্যয়ন পত্র কোথায় পাবেন ?

একই ব্যাক্তির দুইটি নাম থাকলে সেটা সাধারণত ইউনিয়ন পরিষদ / পৌরসভা কার্যালয় থেকে কাউন্সিলর  ও মেয়র মহোদয়ের সীল/ স্বাক্ষর দ্বারা প্রত্যয়ন পত্রের মাধ্যমে সংশোধন করা হয়ে থাকে :- 

বিশেষ করে বর্তমানে জাতীয় পরিচয় পত্র (আইডি কার্ড) এ মানুষের নামের অনেক ভুল লক্ষ্য করা যাচ্ছে

কিভাবে লিখবেন নামের সংশোধনী প্রত্যয়ন ?

 আসুন জেনে নেই !  কিভাবে পৌরসভা এলাকার একটি  প্রত্যয়ন লিখবেন-

 জামালপুর পৌরসভা কার্যালয় 

জামালপুর 

 স্মারক নং                                                                                                                  তারিখ :  

 প্রত্যয়ন পত্র 

         এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করা যাইতেছে যে, মোঃ রহমান আলী ওরফে রহিম উদ্দিন, পিতা- মৃত বছির উদ্দিন, মাতা- মৃত সালেহা, ঠিকানা: গ্রাম: কাজলপাড়া, ডাকঘরঃ জামালপুর, পৌরসভা- জামালপুর, ওয়ার্ড নং- ০৫, উপজেলাঃ জামালপুর সদর, জেলাঃ জামালপুর।  উপরোক্ত মোঃ রহমান আলী ওরফে রহিম উদ্দিন তিনি একই ব্যাক্তি দুই নামেই পরিচিত আছে, প্রকৃত পক্ষে তিনি একই ব্যাক্তি ।  

সে জামালপুর পৌরসভার ০৫ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমি তাহাকে চিনি ও জানি। 

                ***আমি তাহার জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ***

  

  মোবাইল ফোন হারিয়ে গেলে থানায় জি ডি করবেন কিভাবে তা জানতে ক্লিক করুন-

 

ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ১৩ এপ্রিল, ২০২২ এ ৭:২৭ PM

    Good

Add Comment
comment url