দৈনন্দিন আমাদের কম্পিউটারের কাজ কে এগিয়ে নিতে এবং বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অবশ্যই শর্টকাট পদ্ধতি অবলম্বন করা জরুরী ।
শর্টকাট পদ্ধতি আপনার কাজ কে কম সময়ের মধ্যে শেষ করতে সাহায্য করবে । যার ফলে বেঁচে যাবে অনেক মূল্যবান সময় । তাই কম্পিউটার এক্সপার্ট হতে হলে শর্টকাট টিপস গুলো জেনে নেয়া জরুরী
মাইক্রোসফ্ট ওয়ার্ড শর্টকাট
| টাইপিং এর সময় মাউস কার্সর লাইনের শেষে নিতে | End বাটন চাপতে হবে ৷ |
| টাইপিং এর সময় মাউস কার্সর লাইনের শুরুতে নিতে | Home বাটন চাপতে হবে ৷ |
| লেখার লাইন স্পেসিং বাড়ানোর জন্য | Ctrl+ কিবোর্ডের উপরে 5 বাটন চাপতে হবে ৷ |
| লেখার লাইন স্পেসিং কমাতে | Ctrl+ কিবোর্ডের উপরের 1 বাটন চাপতে হবে |
| লেখার বাঁম দিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য | Ctrl + Backspace |
| লেখার ডানদিকের একটি শব্দ ডিলিট (delete) করার জন্য | Ctrl + Delete |
| টাইপিং করার সময় Insert বাটনে চাপ পড়লে পেছনের লেখা গুলো কেটে যেতে থাকবে তার জন্য | পুনরায় Insert বাটন চাপতে হবে |
| ফন্ট সাইজ ছোট বা বড় করার জন্য লেখা সিলেক্ট করে | Ctrl+{ }সেকেন্ড ব্রাকেট বাটন চাপতে হবে |
| সব টেক্সট সিলেক্ট করার জন্য | Ctrl + A |
| টাইপিং এর সময় লেখা এলোমেলো হলে | Ctrl+J বাটন চেপে জাস্টিফাই করে নিতে হবে৷ |
| একটি নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য | Ctrl+N |
| লেখা ডান পাশে রাখার জন্য | Ctrl+R |
| লেখা বাম পাশে রাখার জন্য | Ctrl+L |
| ডকুমেন্ট সেভ করার জন্য | Ctrl+S |
| লেখার আন্ডার লাইন করার জন্য | Ctrl+U |
| লেখা কাট করার জন্য | Ctrl+X |
| লেখা আনডু করার জন্য | Ctrl+Z |
| পারাগ্রাফ ডানে সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + Down |
| ডকুমেন্টের শেষ পর্যন্ত টেক্সট সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + End |
| ডকুমেন্টের প্রথম থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + Home |
| বামে শব্দ সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + Left |
| ডানে শব্দ সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + Right |
| পারাগ্রাফ বামে সিলেক্ট করার জন্য | Shift + Ctrl + Up |
| লাইনের নিচের ওয়ার্ড সিলেক্ট করার জন্য | Shift + Down Arrow |
| লাইনের ডানে সিলেক্ট করার জন্য | Ctrl+Z |
| লাইনের উপরের ওয়ার্ড সিলেক্ট করার জন্য | Shift + Up Arrow |
| কারসর পয়েন্ট থেকে এর নিচে খুঁজে একটি ফ্রেম এর সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করার জন্য | Shift + Page Down |
| কারসর পয়েন্ট থেকে এর উপরে একটি ফ্রেম এর সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করার জন্য | Shift + Page Up |
| কারসর এবং চলতি লাইনের শেষ থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য | Shift + End |
| কারসর এবং চলতি লাইনের প্রথম থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য | Shift + Home |
| লাইনের বামে সিলেক্ট করার জন্য | Shift + Left Arrow |
| কারসর এবং চলতি লাইনের শেষ থেকে মাঝের টেক্সট সিলেক্ট করার জন্য | Shift + End |
| মাইক্রোসফ্ট ওয়ার্ড পেজে কারেন্ট তারিখ দেখানোর জন্য | Alt + Shift + D |
| মাইক্রোসফ্ট ওয়ার্ড পেজে সময় দেখানোর জন্য | Alt + Shift + T |
মাইক্রোসফট ওয়ার্ড ছাড়াও বিভিন্ন কাজের জন্য শর্টকাট পদ্ধতি জেনে রাখা জরুরি । আপনি যদি একজন দক্ষ কম্পিউটার অভিজ্ঞতা সম্পন্ন হতে চান। তবে বিভিন্ন প্রকার কাজের জন্য কিবোর্ড শর্টকাট জেনে নেয়া জরুরী নিচে কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট দেয়া হলো
কম্পিউটারের বিভিন্ন প্ৰয়োজনীয় শর্টকাট কী
| কম্পিউটারের স্কিনশট নেওয়ার জন্য | Ctrl+Screen print বাটন চাপতে হবে |
| মিনিমাইজ করে রাখা ফাইল ভিউ করার জন্য | Alt+Tab বাটন চাপতে হবে |
| কোন ফাইলের নাম পরিবর্তন/ রিনেইম করার জন্য | F2 বাটন চাপতে হবে |
| কম্পিউটারে চালু থাকা ফাইল/ এপ্লিকেশন বন্ধ করার জন্য | Alt+F4 বাটন |
| মিনিমাইজ Minimize ফাইল রিস্টোর বা ওপেন করার জন্য | Shift+windows key+M বাটন |
| কম্পিউটারে রান (Run) মেনু ওপেন করার জন্য | Windows key + R |
| ওপেন থাকা উইন্ডোটি maximize বা full screen করার জন্য | Windows key + Up arrow key |
| কম্পিউটারের স্টার্ট মেনু (start menu) ওপেন করার জন্য | Ctrl + Esc |
| খোলা থাকা program / Desktop স্ক্রিন Hide বা Display করার জন্য | Windows key + D |
| কম্পিউটারে task manager খোলার জন্য | Ctrl + Shift + Esc |
| লেখায় Copyright symbol ব্যবহার করার জন্য | Ctrl + Alt + S |
| MS Word ডকুমেন্টে Registered trademark symbol ব্যবহার করার জন্য | Ctrl + Alt +R |
| চালু থাকা এপ্লিকেশন (application) বন্ধ করার শর্টকাট | Alt + F4 |
| চালু থাকা application এর help menu ওপেন হবে | F1 |
| কম্পিউটারের খোলা থাকা প্রোগ্রাম (open program) গুলির মধ্যে বাছাই (select) করার জন্য | Alt + Tab |
| system properties dialog box ওপেন | Windows key + Break key |
| উইন্ডোস স্ক্রিন minimize করার জন্য | Windows key + M |
| চালু থাকা application এর menu ওপেন করার জন্য | Alt + Space bar |
