পৌর সার্ভায়ার দ্বারা জমি পরিমাপের দরখাস্ত
পৌরএলাকার জমি পরিমাপের দরখাস্ত
পৌরএলাকার নাগরিকগণ জমির সীমানা নির্ধারণ ও জমি পরিমাপের জন্য একটি দরখাস্তের মাধ্যমে পৌর সার্ভয়ের দ্বারা জমির সঠিক পরিমাপ করে নিতে পারবেন । তাই নিচের মতো করে কম্পিউটার দোকান থেকে একটি দরখাস্ত লিখে নিয়ে পৌর মেয়র বরাবর আবেদন করতে পারেন ।
বরাবর,
মেয়র মহোদয়
জামালপুর পৌরসভা কার্যালয়
জামালপুর ৷
বিষয়ঃ- পৌর সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপের আবেদন প্রসঙ্গে ৷
বাদীঃ- মোঃ খাইরুল কবির খোকন, পিতা- সোলাইমান হোসেন, গ্রামঃ সিংহজানী, ওয়ার্ড নং- ০৩, ডাকঘরঃ জামালপুর, জামালপুর পৌরসভা, জামালপুর৷
বিবাদীঃ- মোঃ আক্তারুজ্জামান, পিতা- মৃত হাশমত আলী, গ্রামঃ সিংহজানী, ওয়ার্ড নং- ০৩, ডাকঘরঃ জামালপুর, জামালপুর পৌরসভা, জামালপুর৷
জনাব,
যথা বিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি বাদী মোঃ খাইরুল কবির খোকন৷ নিম্ন তফসিল বর্ণিত ভূমি মৌজা- সিংহজানী মধ্যে বি আর এস- ৭৬৩১ নং খতিয়ানের বি আর এস- ৩৯৫ নং দাগে ০৮১/৪ (সোয়া আট) শতাংশ জমি আমি খরিদ মূলে প্রাপ্ত হইয়া নিজ নামে নাম জারী করতঃ স্বত্ববান মালিক দখলকার আছি৷ কিন্তু আমার পার্শ্ববর্তী বিবাদী আমার জমির সীমানায় পাকা দেওয়াল উত্তোলনের জন্য জায়গা খনন করিয়াছে ৷ এমতবস্থায় যাহাতে কোন প্রকার কলহ বিবাদ সৃষ্টি না হয় তৎজন্য আমার পার্শ্ববর্তী বিবাদীকে নোটিশ করতঃ আপনার পৌর- সার্ভেয়ার দ্বারা কাগজপত্রাদি পর্যালোচনাক্রমে জমিটি পরিমাপের আবেদন জানাচ্ছি৷
অতএব, মহোদয়ের সমীপে বিনীত আরজ, উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করিয়া পৌর সার্ভেয়ার দ্বারা উক্ত ভূমির সীমানা নির্ধারণ করিতে সদয় সু-মর্জি হয়৷
ভূমির তফসিল
জেলাঃ জামালপুর, উপজেলাঃ জামালপুর সদর, মৌজা- সিংহজানী৷
বি আর এস- ৭৬৩১ নং খতিয়ানের বি আর এস- ৩৯৫ নং দাগে ০৮১/৪ (সোয়া আট) শতাংশ জমি
ভূমির চৌহুদ্দীঃ উত্তরেঃ সালমান, দক্ষিণেঃ বশির আলী, পূর্বেঃ কুদ্রত আলী, পশ্চিমেঃ আঃ মান্নান৷
বিনীত নিবেদক
মোঃ খাইরুল কবির খোকন,
পিতা- সোলাইমান হোসেন, গ্রামঃ সিংহজানী, ওয়ার্ড নং- ০৩,
ডাকঘরঃ জামালপুর, জামালপুর পৌরসভা, জামালপুর৷